Monday, 23-December, 2024
Homeপড়া-শুনাঅনার্সজাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে টিকা নিবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে টিকা নিবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী (১৮ বছরের উর্ধ্বের) নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ দায়িত্বে নিবন্ধিত হয়ে কোভিড-১৯ এর ভ্যাক্সিন নিতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে সুরক্ষা ওয়েবসাইটের https://surokkha.gov.bd/ মাধ্যমে কোভিড-১৯ টিকার নিবন্ধন করে টিকা নিতে হবে।

যদিও এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে তালিকা সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৯ জুলাইয়ের মধ্যে তথ্যছক পুরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।

কিন্তু সরকার যেহেতু ১৮ বছরের উর্দ্ধের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ঘোষণা দেয় তাই সবাইকে নিজ দায়িত্বে ভ্যাক্সিন নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

১৮ বছরের বেশি বয়সের ছাত্র-ছাত্রীদের সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার নিবন্ধন শুরু হয়েছে। ১৮ বয়সের বেশি বয়সী শিক্ষার্থীরা সুরক্ষা সিস্টেমের মাধ্যমে টিকার নিবন্ধন করে নিজ দায়িত্বে কোভিড-১৯ টিকা নিতে পারবে। সুরক্ষা ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন কয়ার পর টিকার ১ম ও ২য় ডোজ নেয়ার জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইট  শ্রেণি নির্বাচনের ক্ষেত্রে ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী’ ক্যাটাগরির পরিবর্তে ‘১৮ বছর বা তদুর্ধ্ব ছাত্র- ছাত্রী’ ক্যাটাগরি নির্বাচন করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড, মোবাইল নম্বর এবং নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা

কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন করার জন্য প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের টিকার নিবন্ধনের এই https://surokkha.gov.bd/ লিংকে প্রবেশ করুন। এরপর ওয়েবসাইটের ‘ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন’ বাটনে ক্লিক করতে হবে। একটি নিবন্ধন ফরম দেখতে পাবেন উক্ত নিবন্ধন ফর্মের শ্রেণী (ধরণ) নির্বাচন করুন বাটনে ক্লিক করে ১৮ বছর বা তদুর্ধ্ব সিলেক্ট করুন।

এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) এবং বক্সে প্রদর্শিত লেখাটি সঠিকভাবে লিখে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন। সঠিকভাবে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করালে আবেদনকারী তার নাম দেখতে পাবে। এরপর আপনার মোবাইল নম্বর সতর্কতার সাথে এন্ট্রি দিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে বর্তমান ঠিকানা সঠিক ভাবে এন্ট্রি করে “পরবর্তী” বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক সেই টিকা কেন্দ্র সঠিকভাবে সিলেক্ট করে “পরবর্তী” বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে আপনার মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হবে উক্ত কোড সঠিকভাবে এন্ট্রি দিয়ে যাচাই করতে হবে। যাচাই করার পরেই আপনার নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হবে।

অনলাইনে নিবন্ধন সম্পন্ন হলে তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টিকা প্রদানের তারিখ জানানো হবে। মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।

কোভিড-১৯ টিকার ১ম ও ২য় ডোজ নেয়ার জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকার কার্ড সাথে নিয়ে যেতে হবে। টিকা প্রদান শেষ হলেও ভবিষ্যৎ প্রয়োজনে কার্ডটি সংরক্ষণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sazzat Hj
Sazzat Hjhttps://eracox.com/
আমি সাজ্জাত, অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। কাজ করি এড্রোয়েড এপ্লিকেশন নিয়ে। বর্তমানে শখের বসে ব্লগিং করতে ক্ষুদ্র চেষ্টা। চেষ্টা করি যোগ-উপযোগী ও মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ও আলোচিত নানান বিষয় নিয়ে বিস্ময়কর কন্টেন্ট তৈরি করতে।কন্টেন্টের মূল উদ্দেশ্য আপনাদের যোগ-উপযোগী নানান কিছু জানানো নানান কিছু শেখানো এবং সর্বোপরি সুশীল সমাজের জন্য ইতিবাচক কিছু করার প্রচেষ্টা।

জনপ্রিয় পোস্ট

লেখকের অন্য পোস্ট

error: Content is protected !!