Monday, 23-December, 2024
Homeঅনলাইন আয়ওয়েবসাইট কী? কেন? কিভাবে? বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ওয়েবসাইট কী? কেন? কিভাবে? বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ওয়েবসাইট বর্তমান যুগে বেশ পরিচিত ও আলোচিত একটি বিষয়। আজকাল এমন লোক পাওয়াই খুব কষ্ট কর হবে যে, ওয়েবসাইট ব্যবহার করেনি! আমরা কোন না কোন তথ্যের জন্য ওয়েবসাইট বিজিট বা ব্রাউজ করে থাকি, সেটা হতে পারে স্কুল কলেজের নোটিস বা গান মুভি অথবা কোন তথ্য পাওয়ার জন্য। এমনকি আমরা যে ইউটিউব ফেসবুক ব্যবহার করি এগুলো ও ওয়েবসাইট।

ওয়েবসাইট কী?

ওয়েবসাইট অথবা শুধু সাইট হল কোন এক ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্য বা কন্টেন্টের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পেইজ মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকলের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত বা প্রদর্শিত হয়। সকল উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে একসাথে “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” বা “বিশ্বব্যাপী জাল” নাম দেয়া হয়েছে।
সাধারণত যে ব্যক্তি ওয়েবসাইট তৈরী করে তাকে ওয়েব ডেভেলপার বলে থাকি আবার যে ওয়েবসাইট ডিজাইন করে তাকে ওয়েব ডিজাইনার বলে থাকি।

ওয়েব সাইট কাকে বলে?

সহজে বলতে গেলে ডোমেইন ও সার্ভারের সম্মিলিত রুপ কে ওয়েবসাইট বলে যেখানে ওয়েব পেইজ, ছবি, অডিও, ভিডিও অথবা অন্যান্য ডিজিটাল তথ্য বা কন্টেন্ট রাখা হয় যাতে করে ব্যবহার কারি এইসব তথ্য বা কন্টেন্ট পেতে পারে।

ওয়েবসাইট হল ইন্টারনেট জগতে আপনার একটি ব্যবসা, প্রতিষ্ঠান, বা আপনার কোন শখ, বা কোন জরুরী বিষয় সারা বিশ্বের লোকদের মাঝে তুলে ধরার একটি অন্যতম মাধ্যম। ইন্টারনেটে একটি ওয়েবসাইট করতে হলে আপনাকে নিম্নের উল্লিখিত ৩ টি দাপের মধ্য দিয়ে এগোতে হবে।
প্রথমত, পছন্দ মত বা নিস অনুযায়ী একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে ।
দ্বিতীয়ত, পছন্দের প্লান ও প্যাকেজ অনুযায়ী ভালো মানের ওয়েব হোস্টিং কিনতে হবে ।
তৃতীয়ত, সব শেষে ওয়েবসাইটটি মানানসই ডিজাইন করতে হবে ।

ওয়েব সাইট সম্পর্কে প্রাথমিক কিছু ধারনাঃ

নিচে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি কোন ওয়েবসাইট বানাবেন? আপনার ওয়েবসাইট কেমন হবে? আপনার ওয়েবসাইটে কি কি রাখবেন? আপনার ওয়েবসাইট বানানোর মূল উদ্দেশ্য কি?

আশা করি আজকে এই আর্টিকেলটি পড়া শেষে ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় ভুল ধারণা এবং অজানা ধারণাগুলো আপনার আয়ত্তে চলে আসবে খুব সহজেই ইনশাল্লাহ।

প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে, আপনি কি কারণে ওয়েবসাইটে বানাতে চাচ্ছেন? আপনার কি ওয়েবসাইট প্রয়োজন? আপনার কাজের জন্য যে ওয়েবসাইট বানাবেন সেটি কি ধরনের হতে হবে? আমরা নিচে কিছু ওয়েবসাইটের তথ্য তুলে ধরলাম যা পড়লে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনার কি ধরনের ওয়েবসাইট প্রয়োজন।

যা যা লাগবে

একটি ওয়েবসাইট করতে প্রথমে যা লাগবে তা নিচে উল্লেখ করা হল;

০১। ডোমেইনঃ আপনার পছন্দ অনুযায়ী নাম নিবেন (যদি থাকে)। যে কোন ডোমেইন কম্পানি থেকে রেজিস্ট্রেশন করবেন। যেমন, Namecheap, GoDaddy etc. তবে আমার পছন্দের Namecheap কারন তাদের সার্ভিস টা আমার ভাল লেগেছে।

০২। হোস্টিংঃ আপনার নাম বা ডোমেইন হয়ে গেলে আপনার দরকার পরবে হোস্টিং এর। অনেক কম্পানি হোস্টিং দিয়ে থাকে। যেমন, Namecheap, Bluehost etc. আমি নিজে ব্যবহার করি Namecheap Hosting। আপনারা আপানাদের পছন্দের টা করতে পারেন।

Namecheap থেকে Domain & Hosting নিন একসাথে।

ওয়েব সাইট থেকে কিভাবে আয় করা হয়

আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তার মানে আপনি সেই ওয়েবসাইট থেকে ভাল পরিমাণে ইনকাম করতে পারবেন। এবং সেজন্য আপনাকে প্রথামে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন মানে আপনার নিস কি?! কি ধরনের ওয়েবসাইট থেকে কিভাবে আয় করা যায় নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sazzat Hj
Sazzat Hjhttps://eracox.com/
আমি সাজ্জাত, অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। কাজ করি এড্রোয়েড এপ্লিকেশন নিয়ে। বর্তমানে শখের বসে ব্লগিং করতে ক্ষুদ্র চেষ্টা। চেষ্টা করি যোগ-উপযোগী ও মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ও আলোচিত নানান বিষয় নিয়ে বিস্ময়কর কন্টেন্ট তৈরি করতে।কন্টেন্টের মূল উদ্দেশ্য আপনাদের যোগ-উপযোগী নানান কিছু জানানো নানান কিছু শেখানো এবং সর্বোপরি সুশীল সমাজের জন্য ইতিবাচক কিছু করার প্রচেষ্টা।

জনপ্রিয় পোস্ট

লেখকের অন্য পোস্ট

error: Content is protected !!