Friday, 10-January, 2025
Homeপড়া-শুনাকিভাবে ভাল ছাত্র হবেন?

কিভাবে ভাল ছাত্র হবেন?

কিভাবে ভাল ছাত্র হবেন??

একজন ভাল ছাত্রছাত্রী হতে যা করতে হবে

কে না চায় একজন ভাল হতে, সবাই চায়। ফাস্ট ব্যাঞ্চের স্টুডেন্ট থেকে শুরু করে লাস্ট ব্যাঞ্চের স্টুডেন্ট সবাই চায় একজন ভাল স্টুডেন্ট হতে।

যাই হোক আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এমন এক আর্টিকেল যার মাধ্যমে আপনি একজন ভাল ছাত্র হতে পারবেন ইনশাল্লাহ। তবে হা আমি কেবল আপনাকে রাস্তা দেখাতে পারব চলতে হবে আপনার। আমরা বলতে পারি আপনি যদি আমাদের দেখানু রাস্তা অনুসরণ করেন তাহলে ১০০% নিশ্চিত।

আমরা চাই আপনি অল্প পরিশ্রমে একজন ভাল ছাত্র হয়ে উঠুন। আজ এই আর্টিকেল আপনাকে শিখাবে কি করে অল্প পরিশ্রমে ভাল ছাত্র হবেন। তাই দেরি না করে শুরু করুন।

পড়ুনঃ- হাতেম তাইয়ের মহত্ব – কারঠুরিয়া, বাদশাহ নওফেল ও হাতেমের গল্প…

একজন ভাল ছাত্রের গুণাবলি

একজন ভাল ছাত্র হতে হলে বেশ কিছু গুণাবলি থাকা জরুরি। যেমন ক্লাসে মনযোগি, সময়ের সচেতন, লিখা সুন্দর, সাজানু গুছানো লিখা, শৃঙ্খলাবোধ, নিয়ম মেনে পড়াশুনা করা, সততা, ধর্মচর্চা, শরীরচর্চা, গুরুজনদের সম্মান করা এবং ছোট দের স্নেহ করা ইত্যাদি গুনাবলি থাকা অতিব জরুরি।

ভালো ফলাফলের জন্য করণীয়

ভাল ফলাফলের জন্য নিয়মিত পড়াশুনার বিকল্প নেই। আপনাকে নিয়মিত ভাল ভাবে পড়তে হবে দৈনিক ৫/৬ ঘন্টা। ভালভাবে অধ্যায়ন করলে শ্রেণী শিক্ষক দ্বারাই ভাল ফলাফল করা সম্ভব। গৃহশিক্ষক বা কোচিংয়ের প্রয়োজন হয় না তেমন।

ভাল ফলাফলের জন্য নিম্নের আর্টিকেল টি পড়ুন।

কি করে ৯০ শতাংশের বেশি নম্বর পাবেন পরিক্ষায়???

 

পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষার প্রস্তুতির কথা আসলেই কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। আপনাকে পরিক্ষার আগেই প্রস্তুতি নিতে হবে। বেশি বেশি মক টেস্ট দিতে হবে, লেখার মান ভাল করতে হবে, প্রশ্ন কাঠামো বুঝতে হবে, মান-বন্টন ইত্যাদি খেয়াল রাখতে হবে।

কিভাবে ভাল ছাত্র হবেন !!! জানতে হলেই আপড়ুনঃ-

কি ভাবে পরিক্ষার প্রস্তুতি নিবেন খুব সহজে???

নতুন কাঠামো পদ্ধতি

বর্তমানে শিক্ষার নতুন কাঠামো লেখা-পড়ার মান বৃদ্ধি পেয়েছে। তাই আজকাল পাসের হার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সৃজনশীল ছাত্র-ছাত্রীদের অজানাকে জানার কৌশল করে দিয়েছে।

তাই মনোযোগ সহ কারে প্রশ্ন কাঠামো বুঝতে হবে। প্রশ্ন কাঠামো অনুযায়ী পড়াশুনা করতে হবে এবং পরিক্ষার প্রস্তুতি নিতে হবে।

 

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবি এখন হাতের মুঠোয়। হাতের স্মার্ট ফোন ব্যাবহার করে সারা দুনিয়া ঘুরা যায়, বিশ্বের নামি দামি লাইবেরি তে পড়া যায়। অনেক ওয়েব সাইটে আর্টিকেল পড়া যায় শিক্ষা বিষয়ক।

শিক্ষার্থীকে তাদের জ্ঞান কে বৃদ্ধি করতে তথ্যপ্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করতে হবে। তা না হলে আপনি অজানা জ্ঞান থেকে নিজে পিছিয়ে পড়বেন যা অবশ্যই কাম্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

EraCox
EraCoxhttps://eracox.com
ইরাকক্স একটি বাংলা ভাষার কন্টেন্ট প্লাটফর্ম বা ওয়েবসাইট, যোগ-উপযোগী ও মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ও আলোচিত নানান বিষয় নিয়ে যারা বিস্ময়কর কন্টেন্ট তৈরি করে।কন্টেন্টের মূল উদ্দেশ্য আপনাদের যোগ-উপযোগী নানান কিছু জানানো নানান কিছু শেখানো এবং সর্বোপরি সুশীল সমাজের জন্য ইতিবাচক কিছু করার প্রচেষ্টা।

জনপ্রিয় পোস্ট

লেখকের অন্য পোস্ট

error: Content is protected !!