বাংলাদেশ বিমান বাহিনীতে
এমওডিসি (এয়ার) নিয়োগ চলছে
(মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি)
এন্ট্রি নং ৪৯
যোগদানের সম্ভাব্য তারিখঃ- ০৩ অক্টোবর ২০২১
প্রার্থীর যোগ্যতা
নাগরিকত্বঃ- বাংলাদেশী পুরুষ নাগরিক।
শিক্ষাগত যোগ্যতাঃ- এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০।
বৈবাহিক অবস্থাঃ- অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়) ।
বয়সঃ- ১৬ হতে ২১ বৎসর (০৩ অক্টোবর ২০২১ তারিখে) । বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
ঊচ্চতাঃ- কমপক্ষে ৫’-৬” (১৬৭.৬৪ সেমি) ।
বুকের মাপঃ- স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি। প্রসারণ ৩২ ইঞ্চি।
ওজনঃ- বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখঃ- ৬/৬ এবং স্বভাবিক দৃষ্টিসপন্ন (বর্ণাদ্ধ গ্রহণযোগ্য নয়)।
প্রার্থীর অযোগ্যতা
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথাবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/সেচ্ছায় পদত্যগ গ্রহণ।
২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
পরিক্ষার বিষয়
বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা ( এসএসসি সমমানের), ডাক্তারী পরিক্ষা ও মৌখিক পরীক্ষা।
বি.দ্র. পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ( মোবাইল, স্মার্ট ওয়াচ অ ক্যালকুলেটর ইত্যাদি) এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ।
সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে এখানে ক্লিক করুন-
অনলাইনে আবেদনের নিয়মাবলী
অনলাইন পদ্ধতিতে সরাসরি www.foinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now -এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে Login -এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদ
১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের (মার্কসিট) সত্যায়িত ফটোকপি।
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইঊনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা ৯ম বা তদুর্ধ গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে অনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও কলারসহ হতে হবে) ।
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৬। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭। প্রযোজ্য ক্ষেত্রে দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
৮। বর্তমান ঠিকানাসহ ৯”- ৪” আকারের একটি ফেরত খাম।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ ০২ মে ২০২১ হতে ০৮মে ২০২১*।
(*শর্ত প্রযোজ্য)
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি | |
বিভাগ ও জেলা | সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য* । (* শর্তপ্রযোজ্য) |
পরীক্ষা কেন্দ্র | বাংলাদেশ বিমান বাহিনী তথ্য অ নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। |
লিখিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি | ০৬ জুন ২০২১ থেকে পর্যায়ক্রমে সময়সূচি যথাসময়ে www.foinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। |
বি.দ্র. মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, লক্ষীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীম, ঠাকুরগাঁ, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টীয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, হবিগঞ্জ, জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে।
*** সরকারি স্বাস্থ্যবিধি অনসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।
এমওডিসি (এয়ার) হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমুহ
বেতন ও ভাতাঃ প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০/- টাকা।
প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।
বিদেশ গমনঃ পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।
উচ্চ শিক্ষাঃ বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ।
সন্তানদের অধ্যায়নঃ সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আরোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সের মেডিক্যাল কলেজ, এমআইএসটি , ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে অধ্যায়নের সুযোগ।
বাসস্থানঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ।
রেশনঃ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
যাতায়তঃ বিমান বাদিনীর এক ঘাঁটি হতে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়তের সুযোগ।
চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিকা হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শ্বাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ।
হুশিয়ারি
বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে কেলমাত্র সনহাদপত্রে এবং বিমান বাহিনী ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফরম এবং পরিচয়পত্র বহনকারী রিক্রুটিং টিমের মাধ্যামে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যাতা বলে গণ্য করা হবে। কেউ আর্থিক লেনদেনসহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপার্দ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেন্দেন, ভূয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির য্ব কোনো পর্যায়ে বরখাস্তসহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Good
ধন্যবাদ