বাপরে বাপ,
কি দেখলাম এটা?
মনে হয়েছে কোনো সিরিজ নয় বরং আমি নিজেই কোতোয়ালি থানায় একটা রাত কাটিয়েছি এবং ঘটনা গুলো নিজ চোখে দেখেছি, চঞ্চল চৌধুরীর Taqdir বা আরেফিন শুভর Contract এর চেয়ে কয়েকগুণ বেশি ভালো মানের ওয়েব সিরিজ মোশাররফ করিমের মহানগর, সবার কি দারুণ অভিনয়, কল্পনাই করা যায় না।
আশফাক নিপুণ সাহেবের এই কাজ দেখে মনে হলো মোস্তফা সরওয়ার ফারুকীর পর আরেকজন দারুণ পরিচালক পেতে যাচ্ছি আমরা, অভিনয়েঃ- কিংবদন্তী মোশাররফ করিম, জাকিয়া বারি মম, শ্যামল মাওলা,খায়রুল বাসার, মুস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ,কাজী নওশাবা, শাহেদ আলী, নাসিরুদ্দিন খান, নিশাত প্রিয়ম,জীবন রায়, রুকাইয়া জাহান চমক, শেহজাদ, আরিয়ানা, রিপা রঞ্জনা সহ আরও অনেকে।
অভিনয় শিল্পীদের ব্যপারে আসিঃ-
মোশাররফ করিমঃ– মহানগরে মোশাররফ করিম হচ্ছেন ওসি হারুন,একদম নিখুঁত অভিনয় যাকে বলে সেটাই করেছেন এই ব্যক্তি,নিজেকে একজন ওসি হিসেবে দারুণ ভাবে উপস্থাপন করেছেন এই কিংবদন্তি।
মুস্তাফিজুর নূর ইমরানঃ- ওরফে এস আই মলয় কুমার,উনি মূলত মঞ্চ থেকে উঠে আসা একজন শিল্পী,মঞ্চ মানেই খাটি সোনা উপহার দেয়া,ইনার ব্যাপারেও বিপরীত ঘটেনি,
শ্যামল মাওলাঃ- আপনি স্যার সবসময় ভালো,কিন্তু আপনি তো পুরো বাজেটের এক তৃতীয়াংশ সিগারেট খেয়েই জ্বালিয়ে দিয়েছেন,
খায়রুল বাসারঃ- দারুণ সম্ভাবনার নাম,সাবলীল অভিনয় দারুণ ভাবে বিমোহিত করে,
জাকিয়া বারি মমঃ- এসি শাহানা চরিত্রে পুরোপুরি ঢুকে গিয়েছিলেন ইনি,
নাসিরুদ্দিন খানঃ- সি সিত… উনার হাসি এবং ডায়লগ ডেলিভারি সিরিয়াস সময়ের ভিতর একটু হলেও আমাকে হাসিয়েছে,তার বলা ডায়লগ’টা কিন্তু মারাত্মক ❝থানার দেয়ালও টাকা খায়, টাকাই থানার খানা❞
আরেকটা ডায়লগ ছিলো ❝ওসি এসির চেয়েও বেশি গরম এই ট্যাবলেট (কনস্টেবল) গুলা❞
সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকঃ– দুইটাই ভালো ছিলো,তবে আমি খুব ভালো বলবো না।
মোশাররফ করিমের ডায়লগ সমূহঃ-
১.টাকা এবং ক্রিমিনাল, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে।
২.দুই যায়গায় কখনো মিথ্যা বলতে নাই, একঃ- মা, দুইঃ-পুলিশ।
৩.সকল সত্যই সত্য কিন্তু সকল মিথ্যা মিথ্যা নয়।
৪.সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়।
৫.দুইটা জিনিস কারো জন্য অপেক্ষা করেনা একঃ- সময়, দুইঃ- টাকা দেরি হলেই হাওয়া।
৬.দুইটা সময় চোখ কখনো মিথ্যা বলেনা একঃ- কার্ড খেলার সময়, দুইঃ- মার্ডার করার সময়।
৭.সিস্টেমের মধ্যেই ভূত আর এই ভূতদের সাথে পাল্লা দিতে মাঝে মাঝে নিজেকে ভূত সাজতে হয়।
৮.সোজা আঙ্গুলে ঘি উঠেনা, তোমরা সোজা আঙ্গুলে যেটা করতে চাইছো আমি আঙ্গুল বাঁকা কইরা সেটাই করতে চাইছি।
শেষের দুটো ডায়লগ আপনাকে অন্যভাবে ভাবাবে,মানে পুরো সিরিজ জুড়ে আপনার যে ভাবনা ছিলো এই দুটো ডায়লগ সেই ধারণাই পাল্টে দিবে।
শেষ দৃশ্যে ছিলো To Be Continue….
এবার অপেক্ষার পালা।
মহানগর ওয়েব সিরিজ
বিঃদ্রঃ অনেকেই বলছেন এই সিরিজে বাংলাদেশ পুলিশকে হেয় করা হয়েছে কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি বরং আমার মনে হয়েছে এখানে বাংলাদেশ পুলিশের একটা পজিটিভ দিক তুলে ধরা হয়েছে,একটা নষ্ট সিস্টেম ব্রেক করে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই প্রকাশ পেয়েছে।