মুক্তবাজার অর্থনীতি কি? অথবা, মুক্তবাজার অর্থনীতির ধারণা দাও।
ভূমিকা
বর্তমান অর্থনৈতিক বিশ্বব্যবস্থায় মুক্তবাজার অর্থনীতি একটি আলোচিত বিষয়। মুক্তবাজার অর্থনীতি শুধু আয় অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাজনৈতিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। মুক্তবাজার অর্থনীতি উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলেছে। উন্নত দেশগুলো মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর বাজার দখল করে স্থানীয় বাজার ও অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে।
মুক্তবাজার অর্থনীতি
মুক্তবাজার অর্থনীতি হলো এক দেশ থেকে অন্য দেশে পণ্যের অবাধ বিচার এবং পণ্যের অবাধ বিচরণ এবং পণ্যের ও অর্থের ও অথের আদান-প্রদান। মুক্তবাজার অর্থনীতিতে সমাজের বণ্টন ও উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় দামের ভিত্তিতে যা মূলত নির্ধারিত ভোক্তা শ্রমিক এবং উৎপাদনের উপকরণসমূহের স্বত্ত্বাধিকারীদের স্বতঃস্ফূর্ত মিলনের ফলে।
মুক্তবাজার অর্থনীতি সম্পর্কে বলা যায় যে, “A free market economy is an economy in which the allocation for resources is determided only by their supply and the demand of them. This is mainly a theoritical concept as every country, even capitalist ones, places some restrictions on the ownership and exchange of commodities.” Source :(http://economics.about.com/es/economicsglossary/9/freemarkete.htm)
McGrow Hill Dictionary of Modern Economics এর সংজ্ঞা অনুযায়ী, “মুক্তবাজার অর্থনীতি হলো অর্থনৈতিক সংগঠনের এমন এক অবস্থা, যেখানে সংশ্লিষ্ট অর্থনীতিতে কী কী দ্রব্য ও সেবা কী পদ্ধতিতে কার ভোগের জন্য উৎপাদিত হবে, সেসব প্রশ্নের মীমাংসার ভার বাজারে সরবরাহ ও চাহিদা শক্তির উপর ছেড়ে দেওয়া হয়।’
উপসংহার
উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, মুক্তবাজার অর্থনীতি হলো সরকারের নিয়ন্ত্রণহীন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে চাহিদা ও যোগানের উপর একটি পণ্যের দাম নির্ধারিত হবে এবং ক্রেতারা পণ্য কিনে ভোগ করবে।