আজ আলোচনা করব গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলা নিয়ে কারণ আজ কাল আমরা প্রায় সকলেই বিভিন্ন সাইট বা টোল ব্যবহার করে বিভিন্ন এপ বানিয়ে থাকি নিজেই। কেউ শখের বসে কেউবা অনলাইনে আয় করার উদ্দেশ্য নিয়ে। যাই হোক না কেন বর্তমানে সবার এই এপ ডেভলপ নিয়ে আগ্রহ প্রকাশ করে থাকে। এছাড়া নিজের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের একটি এপ থাকলে ভাল-ই হয়।
এখন আবার অনেকেই টাস্ক ভিত্তিক আরনিং এপ বানিয়ে ইনকাম করছে হাজার হাজার টাকা। তাহলে আপনি বাকি থাকবেন কেন!!
তাই শুরু করুন এপ বানানো আর আপনার এপে বসিইয়ে দিন এডমব এর এড আর ইনকাম করতে থাকুন আরামছে। তবে হা আপনার এপ কিন্তু মানুষ ব্যবহার করতে হবে। যাদি আপনি ই সারা দিন আপনার এপে ডুকেন আর বের হন তাহলে উল্টু আপনার এডমব একাউন্ট টাই বাতিল হবে। কারণ গুগল এত বোকা নয়।
কথা হল আপনি এপ বানলেন কিন্তু তা মানুষ কখন ব্যবহার করবে?? বা কি করে মানুষের কাছে পৌছাবে?? খুবই সাধারণ প্রশ্ন। আর এই প্রশ্নের সমাধান দিতেই আজকের এই পোস্ট। যখন আপনার এপ টি কোন বিশবসথ প্লাটফর্ম এ থাকবে তখন ই মানুষ ব্যবহার করবে। আজকাল মানুষ গুগল প্লে স্টোর ছাড়া কোন এপ ডাউনলোড করে না।
আজ আমরা ভার্চুয়াক ডেভিট কার্ড দিয়ে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলা শিখব। তাই ত আজ আমরা হাজির হলাম কি ভাবে গুগল প্লে স্টোর এ ডেবলপার একাউন্ট খুলে এপ পাবলিশ বা সাবমিট করবেন।
প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট বা গুগল প্লে কনসল একাউন্ট খোলার নিয়ম।
দেখা যাক কি ভাবে নিজেই একটি গুগল প্লে স্টোর ডেভেলপার একাউন্ট খোলা যায়।
সবার আগে আপনার যা লাগবে তা হচ্ছে একটা গুগল একাউণ্ট অর্থাৎ Gmail একাউণ্ট। বর্তমানে জিমেইল একাউন্ট নেই এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর।
গুগল এ একাউন্ট থাকলে ভালো, না থাকলে একটা খুলে নিতে পারে।
এরপর https://play.google.com/apps/publish/ এই লিংকে যান এবং লগিন না থাকলে আপনার যে একাউন্ট এ গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলা-তে বা গুগল প্লে কনসল একাউন্ট খুলবেন তা দিয়ে লগিন করুন বা আগে গুগল একাউন্টে লগিন করা থাকলে আর লগিন করতে হবে না। সরাসরি নিচের মত পেইজে নিয়ে যাবেঃআপনাদের বুঝার সুবিধার্থে লাল কালি দিয়ে মার্ক করা আছে। Review Terms of Service এ ক্লিক করুন। সাথে সাথে অন্য একটি পেইজে নিয়ে যাবে অর্থাৎ নিচের মত পেইজ আসবে।
গুগল তাদের টার্ম অফ সার্বিস পরতে বলবে। অত পরার দরকার নেই আপনি সোজা Accept এ ক্লিক করুন।ক্লিক করার পরে আপনাকে নিচের মত পেইজে নিয়ে যাবে, এবার আপনাকে এই ফর্মটি ফিলাপ করতে হবে সতর্কাতার সহিত।
Public developer name এই ঘরে আপনি আপনার ডেবলপার নাম দিন যে নামে আপনার প্লে কনসল বা ডেবলপার একাউন্ট থাকবে।
Secondary contact email address আপনার একাউন্টের নিরাপত্যার জন্য এখানে একাটি সেকুন্ডারি ইমেইল লিখুন। কোন সমস্যা হলে আপনার কাজে আসবে। (যেমনঃ- আপনি আপনার প্রাইমারি ইমেইল টি হারিয়ে ফেলেছেন)
Contact phone number আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিন অবশ্যই +৮৮০ দিয়ে শুরু করবেন।
Developer agreement and terms of service এখানে দুটি চেক বক্স পাবেন, দুটি ই টিক দিয়ে কনফার্ম করে দিন।
এবার Create account and Pay বাটনে ক্লিক করুন।নিচের মত পেমেন্ট ফর্ম আসবে,
আপনার ফর্ম ফিলাপ শেষ, এবার পালা পেমেন্ট করার। আপনার অবশ্যই একটি ভিসা/মাস্টার কার্ড লাগবে যাতে ডলার এন্দ্রুসমেন্ট করা আছে মানে ডুয়েল ক্যারেন্সি।
আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে ২৫ ডলার পে করার জন্য বলবে। তার জন্য গুগল ওয়ালেটে একটা কার্ড যুক্ত করতে হবে। যে কোন কার্ড হলেই হবে, মাস্টারকার্ড, ভিসা কার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস ইত্যাদি। কারো যদি পেওনিয়ার মাস্টার কার্ড থাকে, তা দিয়েও কাজ হবে। আপনার নিজের কার্ড না থাকলে চিন্তার কারন নেই আপনি ভার্চুয়াল কার্ড ব্যবহার করে খুলতে পারবেন।
গুগল প্লে ডেবলপার বা প্লে কনসোল একাউন্টে পেমেন্ট করার জন্য এই গুগল প্লে কনসোল ভার্চুয়াল ভিসা কার্ড টি ব্যবহার করতে পারেন। আমরাও এই কার্ড টি ব্যবহার করে একাউন্ট করেছি।গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলা-র জন্য আপনাকে ২৫ ডলার দিতে হবে গুগল কে।