Home স্বাস্থ্য সেবা ফার্স্ট এইড

ফার্স্ট এইড

প্রাথমিক চিকিৎসা ও তার ধারণা

আমরা সবাই জানি যে সারা বিশ্বে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে দুর্ঘটনার ও অসুস্থতার সংখ্যা ও গুরুত্ব বেড়েছে।
এই সব দুর্ঘটনা ও অসুস্থতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে, কেউ কেউ পঙ্গুত্ব নিয়ে জীবন যাপন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে সাম্প্রতিককালে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৬ কোটি লোক মৃত্যুবরণ করে, যার ১০% অর্থাৎ ৬০ লাখ লোক কোন না কোন শারীরিক আঘাতের কারণে মারা যায় এবং বিপুল সংখ্যক লোক পঙ্গুত্ব বরণ করে।
অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, সব ধরনের দুর্ঘটনা ও অসুস্থতায় যদি যথাসময়ে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড প্রদান করা যায় তাহলে বহু মানুষের মৃত্যু ও পঙ্গুত্ব প্রতিরোধ করা সম্ভব।
তাই প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড এর গুরুত্ব অপরিসীম। আমরা এই বিভাগে প্রথামিক চিকিতসা নিয়ে আলোচনা করব। এই বিভাগে আমরা যেসব আলোচনা করব তার তালিকা নিচে প্রদান করা হল।

প্রাথমিক চিকিৎসা – ফার্স্ট এইড

১। প্রথমিক চিকিৎসার ধারণা (Concept on First Aid)
২। শ্বাস-প্রশ্বাসে বাধা/চোকিং (Choking)
৩। হৃৎপিন্ড ও ফুসফুস পুনঃসঞ্চালন পদ্ধতি (সিপিআর)
Cardio Pulmonary Resuscitation (CPR)
৪। শক (Shock)
৫। রক্তক্ষরণ (Bleeding)
৬। ক্ষত (Wounds)
৭। পোড়া (Burn)
৮। ফিট, মুর্ছা যাওয়া ও অজ্ঞান (Fit, Fainting and Unconsciousness)
৯। বিষক্রিয়া (Poisoning)
১০। পোকা মাকড় ও জীব জন্তুর কামড় (insect and Animal Bites)
১১। হাড় ভাঙ্গা (Bone Fracture)
১২। পানিতে ডোবা (Drowning)
১৩। মনস্তাত্ত্বিক আঘাত (Psychological Trauma)
১৪। সাধারণ স্বাস্থ্য সমস্যা (Common Health Problems)
১৫। আহত বা অসুস্থ ব্যক্তি পরিবহন (Transportation of Casualty)

No posts to display

error: Content is protected !!
Exit mobile version