Home পড়া-শুনা পড়াশোনা ভালো করার টিপস।

পড়াশোনা ভালো করার টিপস।

0

পড়াশোনায় দ্রুত Improve করার ১০টি সিক্রেট টিপস! আজ আমরা কি নিয়ে হাজির হলাম তা টাইটেল দেখেই বুঝতে পারছে, তাহলে সময় না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

পড়াশোনা ভালো করার টিপস।

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে। ফলে অন্যদের চেয়ে বেশি সময় পাওয়া যাবে পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন। এতে করে আপনি অন্যদের থেকে দিন দিন এগিয়ে যাবেন।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন পরিকল্পনা করে নোট করে রাখুন এবং পরের দিন সেই পরিকল্পনা অনুযায়ী পড়ুন। পড়া ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগে, একঘেয়েমি আসে না।
(নোট টির নাম দিতে পারেন “স্টাডি প্ল্যান”)

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন বিষয় বা বই শেষ করবেন তা পরিকল্পনা করে নোট করে রাখুন। এতে করে খুব দ্রুত যে কোনো বই বা বিষয় শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন পড়ুন এবং লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব সহজে ভাল ভাবে শেখা হবে এমনকি বেশি দিন মনে থাকবে আপনার।

৬। যে কোনো বিষয়ে সম্পূর্ণ কন্সেপ্ট নিয়ে পড়ুন। নিজ থেকে না বুঝলে অন্যের সাহায্য নিতে পারেন। না বুঝেই কোনো কিছু মুখস্থ করবেন না বোকার মত এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন সর্বদা।

৭। মোবাইল, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোটসএপ, ইউটিউব, টেলিগ্রাম, ইমো এসবে সময় ব্যয় কম করুন। যার ফলে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বাজি, হই হুল্লোড় বা ঘুরাফেরা করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক এবং বাজে চিন্তা আসবে না যার ফলে আপনি পড়াশুনায় ভালো ভাবে মনোনিবেশ করতে পারবেন।

৯। প্রতিদিন আপনার নিজস্ব স্বপ্নটাকে সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে স্মরণ করুন। দরকার হলে স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- ” আমি এ প্লাস পাব”, “আমি ভাল পুলিশ অফিসার হবো”। এতে করে বেশি বেশি পড়তে উৎসাহ পাবেন।

১০। আজই নেতিবাচক চিন্তাচেতনার মানুষদের পরিহার করুন এবং যতটুকু পারেন ইতিবাচক মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। যার ফলে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা পাবেন।

পরিশেষে
কখনো-ই হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য দরে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।

ইরাকক্সের পক্ষ থেকে সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভকামনা এবং ভালবাসা রইল। আপনার মতামত আমাদের কে জানাতে পারেন কমেন্ট করে। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version