জনপ্রিয় আলোচিত সিরিজ যা এখন পর্দায় আসে তাতেই হইচই শুরু তার নাম খাইরুদ্দিন বারবারোস সিরিজ।
সিরিজ টি নির্মিত হচ্ছে উসমানিয় খেলাফতের সর্বশ্রেষ্ট নাবিক খাইরুদ্দিন বারবারোসের জীবনি নিয়ে।
সিরিজটির মূল নাম হলঃ
বারবারোসলার : ভূমধ্য সাগরের তরবারী
সিরিজটির সকল পর্ব দেখতে উপরের বারবারোসলার লিংক বা লেখায় ক্লিক করুন।
খাইরুদ্দিন বারবারোসা সিরিজ দিরিলিস এ আরতুগ্রুল গাজী চরিত্রে অসাধারণ অভিনয় করা আমাদের সবার
প্রিয় এনজিন আলতান খাইরুদ্দিন বারবারোস এর ভাই এর চরিত্রে অভিনয় করবেন।
তিনি দিরিলিস আরতুগ্রুল নামে ৫ সিজনে ১৫০ ভলিউমের সিরিজে সারা দুনিয়া মাতিয়েছেন। বর্তমানে তিনি আরতুগ্রুল নামে অধিক সুপরিচিত।তার চালচলন কথা বার্তা সব মানুষের মন কেরেছে। সিরিজটি তুর্কি ভাষা হয়েছে, এমন কি আলোচিত প্রেসিডেন্ট রজব তাইওফ এরদোয়ান কে অনেক সময়-ই সুটিং স্পট এ দেখা গেছে।
বর্তমানে পাকিস্তানের PTV তে দেখানো হচ্ছে উর্দু ডাবেড। আমাদের বাংলাদেশে প্রথম ২ সিজন দেখানোর পর অজ্ঞাত এক কারনে বন্ধ হয়ে যায়। এ নিয়ে ফেসবুকে বেশ আলোরন আছে।
কিছু সোর্স মতে এই সিরিজে পরিচালক পানির মতো টাকা ঢালছেন এবং তুর্কীর অন্য সকল সিরিজ থেকে এইটার বাজেট অনেক অনেক গুন বেশি। এমন কি সুটিং চলাকালেই ব্যাপক আলোরন যাগিয়েছে সিরিজ টি। রূপালি পর্দায় আসার আগেই ফেসবুকে এ নিয়ে ঝড় বইছে রীতিমত।
খাইরুদ্দিন বারবারোস মুসলিম উম্মাহ র সবচেয়ে সাহসী এবং চতুর নৌ-সেনাপতি। তার মত দুর্ধর্ষ ও বিচক্ষণ নৌ-সেনাপতি গোটা ইউরোপে একজনও ছিলো না। তার বুদ্ধিমত্তায় উসমানীরা সামুদ্রপথে একদিন যুদ্ধে জয়লাভ করেছিল।
এক কথায় পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নেওয়া সেই সেনাপতির নাম খাইরুদ্দিন বারবারোসা। খাইরুদ্দিন বারবারোসাকে উম্মাহ স্মরণ করে কারণ নিম্নে উল্লেখ করা হল,
১। তিনি অর্ধশতাব্দীর বেশি সময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন জিহাদ ফি-সাবিলিল্লাহর মহান খেদমতে।
২। তিনি-ই আন্দালুস থেকে ৭০ হাজার মুসলমানকে মুক্ত করে আলজেরিয়া নিয়ে আসেন।
৩। স্প্যানিশ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ভূমধ্যসাগরকে তিনি নিরাপদ করে তোলেন।
৪। প্রিভেজার যুদ্ধে তিনি ক্রুসেডারদের নির্মমভাবে পরাজিত করেন।
বড় বাজেটের এই বারবারোস সিরিজ কোন কোন জিনিসগুলি তুলে ধরে সেইটাই এখন দেখার বিষয়। আসা করা যায় সেপ্টেম্বর এর দিকে আমরা দেখতে পারব।
খারুদ্দিন বারবারোসা ‘র ইতিহাস জানতে ভিজিট করুন।
বারবারোসার জীবন কাহনি
https://eracox.com/খাইরুদ্দিন-বারবারোসা-উস/