আজ আমরা আলোচনা করব কি করে অনলাইনে বেতন নির্দারণি বিবরনী নিয়ে।
যারা সরকারি চাকরি করেন তাদের জন্য খুব উপকারি একটি মাধ্যম। আপনি ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে অতি সহজে আপনার বার্ষিক ইনক্রিমেন্ট সমন্ধে জানতে পারবেন।
চলুন তাহলে শুরি করিঃ-
প্রথমে বার্ষিক ইনক্রিমেন্ট জানতে আইবাস++ এর অফিসিয়াল সাইটে প্রবেশ করুন লিংকঃ- https://ibas.finance.gov.bd/ibas2/Fixation এই লিঙ্কে যাওয়ার সাথে সাথে নিচের মত পেইজ আসবে,
আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনসট দিয়ে মার্ক করে দিয়েছি।
মার্ক করা বাটন অর্থাৎ পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অন্য একটি পেইজে নিয়ে যাবে। পেইজ এর তথ্য পড়তে মন চাইলে পরবেন নয়তো স্ক্রুল করে নিচে গেলে স্ক্রিনসট এর মত একটি চেক বক্স ও বাটন পাবেন।
চেক বক্সে টিক দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনাকে নিয়ে যাবে নিচের পেইজে বা স্ক্রিনে।
স্ক্রিন থেকে ইনক্রিমেন্ট এ ক্লিক করুন, ক্লিক করার পরে নিচের মত পপ-আপ স্ক্রিন আসবে,
স্ক্রিন থেকে হ্যাঁ বাটনে ক্লিক করুন, হ্যাঁ বাটনে ক্লিক করার পরে আপনাকে নিচের স্ক্রিনে নিয়ে যাওয়া হবে,
স্ক্রিন থেকে আপনার চাকরির ধরণ নির্বাচন করে ক্লিক করুন, আমি বেসামরিক কর্মকর্তা তাই বেসামরিক এ ক্লিক করলাম, আপনি আপনার টা করুন। তার পর আপনাকে নিয়ে যাওয়া হবে Login স্ক্রিনে, নিচের মত,
এখানে আপনার এন আই ডি নাম্বার এবং বেরিফিকেশন কোড দিতে বলবে সাথে একটি কেপসা পুরুন করতে বলবে, সব দিয়ে Login বাটন ক্লিক করবেন। আমাদের ধারণা যে আপনি আপনার ভেরিফিকেশন কোড জানেন না,জানলে ভাল তথ্য দিয়ে পরবর্তি তে যাবেন আর যদি কেই না জানেন ভেরিফিকেশন কোড, তাহলে যা করবেন, Forgot VerificationNo? এ ক্লিক করবেন। করলে নিচের মত পেইজ আসবে,
এখানে আপনার এন আই ডি নাম্বের দিয়ে কেপসা পূরণ করবেন এবং ক্লিক করবেন Send Verification Code এ। সাথে সাথে আপনার মোবাইলে একটি ৮ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড দিবে। এটি ই আপনার সারা-জীবনের ভেরিফিকেশন কোড তাই মনে রাখার চেষ্টা করবে। একান্ত না পারলে Forgot Verification Code অফসন ত আছেই।নিচের মত পপ-আপ স্ক্রিন আসবে,
Ok বাটনে ক্লিক করলে পুর্বের পেইজে নিয়ে যাবে।
এই পেইজে আসার পরে এন আই ডি নাম্বার দিবেন, ভেরিফিকেশন নাম্বার দিয়ে কেপসা টি পুরুন করে Login বাটনে ক্লিক করবেন।নিচের মত পপ আপ স্ক্রিন আসবে,
এবার আপনার মোবাইলে আবার একটি ৪ ডিজিটের একটি পিন আসবে। OK বাটনে ক্লিক করার পরে নিচের মত স্ক্রিন এ নিয়ে যাবে,
চার সংখার পিন টি দিয়ে ফর্ম টি ফিলাপ করুন। Validate বাটনে ক্লিক করুন। আপনাকে নিয়ে যাবে নিচের স্ক্রিনে,
এখানে ইনক্রিমেন্ট বক্সে আপনার ইনক্রিমেন্টের ডেট টি বসান, আমি বসালাম আমার টি, 01-07-2021 । সিলেক্ট করতে এরো চিনহ ব্যাহহার করুন, এবার GO বাটনে ক্লিক করুন, ব্যাস আপনাক কাজ শেষ। নিচের মত ফর্ম আসবে যেখানে আপনার সব বিস্তারিত পেয়ে যাবেন।
আপনি চাইলে উপরের বাম পাশের প্রিন্ট আইকনে ক্লিক করে প্রিন্ট নিতে পারেন অথাবা PDF আকারে Save করতে পারেন।
আশা করি আপনার উপকারে আসবে, আর আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথাবা কমেন্ট করতে পারেন আমরা আপনাকে হেল্প করব ইশাল্লাহ।